মধুর গুরুত্ব ও উপকারিতাঃঃ
মধু একটি স্বাস্থ্যকর ও উপকারী খাবার। মধুর উপকারিতার পরিধি অনেক ব্যাপক। মধুর অতি আশ্চর্য ধরনের উপকারী শক্তি আছে। গোটা দুনিয়ায় কিছু মৌলিক চিকিৎসার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। উপকারিতার তালিকা অনেক লম্বা।
মধু একটি স্বাস্থ্যকর ও উপকারী খাবার। মধুর উপকারিতার পরিধি অনেক ব্যাপক। মধুর অতি আশ্চর্য ধরনের উপকারী শক্তি আছে। গোটা দুনিয়ায় কিছু মৌলিক চিকিৎসার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। উপকারিতার তালিকা অনেক লম্বা।
মধু জমে যায় কেন?
.
মধু ক্রেতারা মধুর জমাকে ভুল বোঝেন। তারা একে ভেজাল মনে করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে মধু জমে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তরল থেকে দানাদার অর্ধ-কঠিন অবস্থায় যাওয়ার এ প্রক্রিয়াকে গ্র্যানুলেশন (granulation) বা কঠিন বাংলায় স্ফটিকায়ন বলে।
3. Ajker Deal
4. Daraz
5. Sinadabad
Comments
Post a Comment